অ্যাডোবি ফটোশপে জেন্ডার ব্লেন্ডিংয়ের মাধ্যমে পুরুষের ছবিকে নারীতে রূপান্তরকরণ
ছবি নির্বাচন করা এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার৷ আপনি যার ছবি রূপান্তর করার জন্য ভাবছেন, তার এমন একটি ছবি নির্বাচন করুন যার ধরন কোনো একজন নারীর ছবির সাথে মিলে যায়৷ অর্থাৎ একই পজিশনে থাকা কোনো নারীর ছবি আপনাকে সংগ্রহ করতে হবে৷ কাজের সুবিধার জন্য এখানে Cary Grant-কে নারীতে রূপান্তর করার জন্য চিরসুন্দরী Marilin Monroe-র ছবি নির্বাচন করা হয়েছে৷ লক্ষ করে থাকবেন, Cary Grant-এর ছবিতে তিনি যেই স্টাইলে বসেছেন, যেই Angle-এ তাকিয়েছেন, ম্যারিলিনের ছবিটাতেও প্রায় একইভাবে তাকিয়ে আছেন৷ এবার আসল কাজ, একটি ছবির ওপর অন্যটির ক্লোন করে আনলে কাজটি সহজ হবে৷ কিন্তু তার আগে লক্ষ করতে হবে, দুটো ছবি
একই আকারে আছে কি না৷ অর্থাৎ দুটো ছবির মানুষ একই সাইজে আছে কি না৷ কারণ, যখন একটি ছবির ওপর আরেকটি ছবি ক্লোন করবেন, তখন মূল ছবিটির তুলনায় অন্য ছবিটি বড় বা ছোট হলে চোখ-কান-নাক ক্লোন করলে ভালো হবে না৷ ছবি দুটি একই আকৃতিতে নিয়ে আসতে প্রথমে মূল ছবিটির ওপর ডান ক্লিক করে ইমেজ সাইজে গিয়ে ইমেজটি কত পিক্সেলে আছে এবং কত ডিপিআইয়ে করা আছে তা টুকে নিন৷ এবার অন্য ছবিটির ইমেজ সাইজে চলে যান৷ এবার ওই ছবির ডিপিআইয়ের সামনে রেখে উইডথ এবং হাইট ওই ছবির কাছাকাছি মানে নিয়ে আসুন৷ এবার দেখুন ছবিটি মূল ছবির কাছাকাছি সাইজে চলে এসেছে৷ নারী ছবিটির চোখের ওপর ক্লোন পিকার নিয়ে ক্লোন সোর্স হিসেবে সিলেক্ট করুন৷ পুরুষ ছবিটির চোখের ওপর ক্লোন স্ট্যাম্পের সাহায্যে ক্লোন পেস্ট করুন৷ চোখের ক্লোন করার সময় লক্ষ রাখবেন, স্কিনের প্রভাব যেন না পড়ে৷ তার জন্য ছবিটিকে যথেষ্ট জুম করে নিয়ে সফট ব্রাশ দিয়ে ক্লোন করলে ভালো ফল পাবেন৷ এ ক্ষেত্রে ক্লোনের অপাসিটি ৫০ শতাংশে নামিয়ে নিয়ে আসুন৷ তাতে হঠাৎ করে মূল ছবি থেকে ক্লোন করা অংশ আলাদা করা যাবে না৷ এভাবে ধীরে ধীরে এক একটি অংশ ক্লোন করুন৷ যতটা সম্ভব ক্লোন করে নিন৷ তবে একটি চেহারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো চোখ এবং ঠোঁট৷ চুল ক্লোন করার পরে চিত্র-১-এর মতো দেখাবে৷ এই দুটি অংশ সূক্ষ্মভাবে ক্লোন করে নিতে হবে৷ বিশেষ করে চোখের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে৷ তাই কাজটি ধৈর্য ধরে সূক্ষ্ম ব্রাশ দিয়ে ক্লোন করতে থাকুন৷ ঠোঁট ক্লোন করার পর ফাইনালি চিত্র-২-এর মতো দেখা যাবে৷ এখানে Grant-এর ছবিটিতে লক্ষ করবেন Monroe-র কানের দুলও ক্লোন করা হয়েছে৷ ছবিটিতে পূর্ণতা দেয়ার জন্য আপনি কিছু সাজসজ্জাও যোগ করতে পারেন, যা আপনার মনকে পূর্ণতা দেবে৷ আরো এমন কিছু ছবি নিয়ে কারসাজি করে আপনজনদের আনন্দ দিতে পারেন৷

1 comment
Post a Comment