ইন্টারনেট এর মাধ্যমে অন্য কম্পিউটার নিয়ন্ত্রন
আপনার বন্ধু থাকে প্রবাসে আর আপনি বাংলাদেশে। আপনার বন্ধৃ কম্পিউটারে খুব বেশি দক্ষ নয়। আপনি আপনার বন্ধৃকে কিছু শেখাতে চান বা তার কম্পিউটরে কিছু কাজ করে দিতে চান। কিন্তু দুজন হাজার কিলোমিটার দূরে থেকে কিভাবে এটা সম্ভব। টিমভিউয়ার সফটয়্যারের মাধ্যমে আপনি আপনার বন্ধুর কম্পিউটার ব্যবহার করতে পারবেন। এ জন্য অবশ্যই উভয় কম্পিউটারে ইন্টারনেট সংযোগ এবং টিমভিউয়ার সফটয়ার ইনষ্টল থাকতে হবে।
এজন্য উভয়ই www.teamviewer.com থেকে সফটয়ারটি ডাউনলোড করে ইনষ্টল করুন। এবার সফটয়ার চালু করুন, তাহলে কিছুক্ষনের মধ্যে Your Details অংশে ID এবং Password আসবে। যেহেতু আপনি আপনার বন্ধুর কম্পিউটার নিয়ন্ত্রন করবেন তাই আপনার বন্ধুর কাছ থেকে এস,এম,এস, ফোন, মোবাইল, ম্যাসেজ (চ্যাট) বা ই-মেইলের মাধ্যমে তার টিমভিউয়ার ID এবং Password জেনে নিন। এখন আপনার Team Viewer এ Partner Details এর id অংশে আপনার বন্ধু দেয়া আইডি লিখে Conect Partner বাটনে ক্লিক করুন। এরপর পাসয়াড চাইলে আপনার বন্ধুর দেয়া পাসয়ার্ড লিখে Log On-এ ক্লিক করুন।

2 comments
Nice
Post a Comment